'রক্তদানে' পূজিতা হন দেবী সরস্বতী  বড়মা


সেবা হোক একমাত্র শিক্ষার পথ,  স্বরস্বতী পুজোর এরকম উদ্যোগ যুব সমাজের কাছ থেকে পেয়ে খুশি এলাকাবাসী। বয়স সকলের ১৮  থেকে ৩০ এর মধ্যে, এলাকায় রক্তের চাহিদা মেটাতে সরস্বতী পুজোয় রক্তদানের আয়োজন করা। 

মোট ৪০ জন রক্তদাতা রক্তদেন।কৃষ্ণনগরের সবচেয়ে ঐতিহ্য মন্ডিত ষষ্ঠীতলা বারোয়ারীর এই স্বরস্বতী পুজো। শহরে বড়মা নামেই পুজিত হন। রক্তদান ছাড়াও প্রতিবছর পুজোর দিন আশ্রমের অনাথ শিশুদের, বৃদ্ধাশ্রমের মানুষদের ও শারিরীক প্রতিবন্ধীদের  অন্নমহোৎসবের আয়োজন করা হয়।

পুজোর  সদস্য  অতনু প্রামানিক ও অর্ঘ্য রায় বলেন আমরা সকল সদস্য এরকম মহৎকাজ করে সবসময় মানুষের সেবা করতে প্রস্তুত,আগামীদিনে এলাকার মানুষের পাশে থেকে আরও কাজ করবো।