এনআরসি বিরোধী নাগরিক কনভেনশন ১৪ জানুয়ারি, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, কলকাতা ৷ 

কনভেনশন শুরু হয় প্রাকসন্ধ্যা ৫-০০টায়৷ উদ্দেশ্য এনআরসি-এনপিআর-সিএএ  বিরোধিতা ও আন্দোলনের হাতিয়ার হিসেবে কলকাতা জেলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি গঠন৷ সঙ্গীত গোষ্ঠী 'সাম্পানে'র গানের মধ্যে দিয়ে শুরু হওয়া কনভেনশনে মূল প্রস্তাব পাঠ করেন অংশুমান রায়৷ সমর্থনে বলেন মানবাধিকার আন্দোলনের প্রখ্যাত ব্যক্তি সুজাত ভদ্র, সরকারের কাশ্মীর-পদক্ষেপের প্রতিবাদে পদত্যাগী আইএএস অফিসার কান্নন গোপীনাথন, পশ্চিমবঙ্গের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়, অধ্যাপিকা শাহনাজ নবি ও সারা বাংলা এনআরসি বিরোধী কমিটির সম্পাদক গোপাল বিশ্বাস৷ অংশুমান রায়কে সম্পাদক পদে রেখে বিশাল কলকাতা জেলা কমিটির প্যানেল প্রস্তাব পেশ করেন জুবের রব্বানি৷ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ মূল প্রস্তাবটিও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ সারা বাংলা কমিটির গৃহীত ২০ জানুয়ারি মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন সম্পাদক অংশুমান রায়৷ সভাপতি অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের ভাষণের মধ্যে দিয়ে কনভেনশন শেষ হয় ৷