হিন্দু মহাসভার 2য়  মালদা জেলা সম্মেলন আগামী ২০ তারিখ মালদা জেলার মালতিপুর ব্লকে অনুষ্ঠিত হতে চলেছে । জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো সংগঠনের কার্যকর্তা উক্ত বৈঠকে উপস্থিত থাকবেন, সারাদিনের বৈঠক শেষে মালতিপুর বাসস্ট্যান্ডে একটি পথসভা হবে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।
উক্ত সম্মেলনে জেলা কমিটির সাথে জেলা সভাপতি উত্তম কুমার নন্দী ও রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন।
জেলা সভাপতি উত্তম কুমার নন্দী জানান যে,এই সম্মেলনে মূলত সাংগঠনিক আলোচনা হলেও CAA ও NRC নিয়ে ও আলোচনা হবে, আমরা 100% এই আইনকে সমর্থন করি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরোধে উদ্বাস্তুরা যেন বাঞ্চিত না হন সেটা নিশ্চত করায় আমাদের উদ্দেশ্য। আইন পাশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা যেমন ধন্যবাদ দেব , ঠিক তেমনি  লাগু না করার ও মানুষকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দল কে ধিক্কার জানাই। সাথে সাথে NRC চালুর ও দাবি রাখি।
আগামী পৌর নির্বাচন নিয়ে বিশদে আলোচনা করে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে এই বৈঠকে।