বুক পেতে রাখা ভালো নয়
রাজীব পাল

বুক পেতে রাখা ভালো নয়
মাছরাঙা এসে ছোঁ মেরে যাবে
গভীর থেকে তুলে নেবে ছটফটানো আগুন


তোমাদের গোপনে কি আছে বলো?
যেটুকু লুকিয়ে রাখো
সুতো ধরে টান মেরে
নিয়ে যাবে সব


বুক পেতে রাখা ভালো নয়
আঁচড়ে আঁচড়ে সব ভরে যাবে
তোমাকে দেখাবে ঠিক ডোরাকাটা বাঘের মতন


শোনো বুক পেতে রাখা ভালো নয়

ঝড় উঠলে জোড়ে পিঠ তবু বাঁচবে
বুকের কি হাল হবে ভেবেছো কখনো!