![]() |
pic source: mykhel |
এটিকে ও গোয়া ম্যাচের আগে পর্যন্ত গোয়া লিগ টেবিলে এক নম্বরে ছিল ২৪ পয়েন্ট নিয়ে। এটিকে ছিল তিন নম্বরে। যদিও ম্যাচ শেষে চিত্রটা পাল্টে যায়। গোয়া কে হারিয়ে এটিকে লীগ টেবিলের শীর্ষে উঠে আসে। আজ ম্যাচের সময় কোচ আন্তেনিও হাবাস ছিলেন না রিজার্ভ বেঞ্চে। ছিলেন না রয় কৃষ্ণার জুটি ডেভিড উইলিয়ামস। তবু জয় আটকাল না এটিকের।
আজ প্রথম থেকেই অঙ্ক ষে খেলা শুরু করেছিল এটিকে। বাড়তি ঝুঁকি না নিয়ে ডিফেন্সিভ ফুটবলে জোর দিয়েছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজি। রক্ষণ সামলে আক্রমণে ওঠার পরিকল্পনা নিয়ে খেলা শুরু করে তারা। প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি। কিন্তু ৪৭ মিনিটের মাথায় প্রীতম কোটালের গোলে এগিয়ে যায় এটিকে। তারপরই আরও ডিফেন্সিভ হয়ে যায় এটিকে। এটিকের রক্ষণে মুহূর্মুহূ আক্রমণ আছড়ে পড়লেও গোররক্ষকের বিশ্বস্ত হাত বারবার বাঁচিয়ে দেয় কলকাতাকে। ৮০ মিনিটের মাথায় ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হয় এটিকে। যদিও এরপর ৮৮ মিনিটের মাথায় এটিকের পক্ষে জয়েশ রানে গোল করতে ভুল করেননি। এই গোলের সুবাদে গোয়াকে হারিয়ে শীর্ষে পৌঁছে যায় এটিকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊