দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে । শনিবার গুজরাতের আহমেদাবাদ জেলার ভিরামগম থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগেও তাঁকে একবার দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়। পরে জামিন পেয়ে যান। তবে এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছে আদালত। ট্রায়াল কোর্টে তোলার আগে আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে।


গত ২০১৫-র ২৫ অগস্ট আহমেদাবাদ প্যাটেল সম্প্রদায়ের একটি বিক্ষোভ কর্মসূচি থেকে হিংসাত্মক ঘটনা ঘটে। হার্দিক প্যাটেল এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে হিংসা বাধানো ও সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেছিল স্থানীয় পুলিশের অপরাধ দমন শাখা।