বিধায়ক উদয়ন গুহর প্রদীপ প্রজ্জ্বলন এবং অপূর্ব অধিকারী ও তার সঙ্গীদের দ্বারা পরিবেশিত সঙ্গীতের মধ্যদিয়ে নাটকের সূচনা হয়।
বিধায়ক তার স্বাগত ভাষণে দিনহাটার নাট্যপ্রেমি-সাহিত্যমনস্ক মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
নাট্যপ্রেমি দিনহাটাবাসীর উজ্জ্বল উপস্থিতিতে ও অভিনয় কুশলতায় সফল নাটক অভিনীত হলো। মুহুর্মূহ করতালিতে ভরে ওঠে স্মৃতি সদন। 'এক আহাম্মকের গল্প' নাটকে মানিক সাহা, অনির্বান নাগের অভিনয় দক্ষতা দর্শকের মন কেড়ে নেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊