বিশ্বভারতীতে সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘেরাওয়ের ঘটনায় ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব বিজেপি। একই সুর রাজ্যপালের গলাতেও। দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর বুধবার রাত ৯টা নাগাদ বিশ্বভারতী থেকে বেরোন স্বপনবাবু। এই ঘটনা নিয়ে শাসক তৃণমূল ও বামেদের বিঁধেছে বিজেপি।
এদিন দুপুরে বিশ্বভারতীতে ঢুকতেই শুরু হয় এসএফআইয়ের বিক্ষোভ। বিক্ষোভের জেরে লিপিকা সভাগার থেকে সরিয়ে নেওয়া হয় আলোচনা সভা। তাতেও বিক্ষোভ থামেনি। সন্ধ্যায় সভা শেষ হলে শুরু হয় ঘেরাও। রাত ৯টা পর্যন্ত স্বপনবাবু ও বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাও করে রাখেন SFI সমর্থকরা।
এরই মধ্যে টুইট করে রাজ্যপাল জানান, স্বপন দাশগুপ্তকে ঘেরাওমুক্ত করতে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা বলেছি। দ্রুত উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি তাঁকে। এই নৈরাজ্য ভাবায়।
Talked to DG Police Virendra Kumar about serious situation of confinement of Rajya Sabha MP Dr. Swapan Dasgupta along with VC Viswa Bharati and many others for several hours, and urged him to take swiftly necessary steps. Such anarchy and failure of law and order is worrisome.— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 8, 2020
বিজেপির তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। বিজেপির দাবি, যুক্তি পছন্দ না হলেই কণ্ঠরোধে তৎপর হয়ে ওঠে বামপন্থীরা।
অবশেষে এসএফআইয় প্রতিবাদ প্রত্যাহার করলে রাত্রি ৯ টা নাগাদ স্বপন দাশগুপ্ত বিশ্ববিদ্যালয় থেকে বের হন।
#UPDATE West Bengal: Rajya Sabha MP Swapan Dasgupta has now left the Visva Bharati University premises after students affiliated to Left student organisations withdrew their protest pic.twitter.com/ZaaORbJwul— ANI (@ANI) January 8, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊