Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাসন্তিরহাট ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ম্যারাথন দৌড়



মিহির সরকার,বাসন্তিরহাটঃ

আজ ২৬শে জানুয়ারি ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাসন্তিরহাট ক্লাব ও পাঠাগারের উদ্যোগে  অনুষ্ঠিত হলো বুড়িরহাট বাজার থেকে বাসন্তিরহাট চৌপথি পর্যন্ত এক প্রতিযোগিতা মূলক ম্যারাথন দৌড় । 

বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা আসেন। সকাল 6টায় প্রতিযোগিতা শুরু হয় বুড়িরহাট থেকে। উক্ত দৌড়ে প্রথম স্থান অধিকার করেন দীপঙ্কর বর্মন। এছাড়া ক্লাবের পক্ষ থেকে প্রথম 10 জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। 

আগামীকাল সন্ধ্যায় ক্লাবের সামনে তাদের পুরস্কৃত করা হবে । ক্লাবের পক্ষ থেকে প্রীতিতোস মন্ডল, প্রসেন দাস, আসানুর ব্যাপারীরা জানান যে এই প্রথম ২৬শে জানুয়ারি উপলক্ষ্যে ম্যারাথনএর আয়োজন করা হয়েছে। এবং এরপর থেকে প্রতি বছর এই নির্দিষ্ট দিনে উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code