করোনা ভাইরাস যে শহরে সব থেকে বেশি থাবা বসিয়েছে, সেখানে আটকে রয়েছেন ৩২৫ ভারতীয়। তাদের ফিরিয়ে আনার জন্য শুক্রবারই মুম্বই থেকে উহানের উদ্দেশে রওনা দেবে বিশেষ এই বিমান। প্রথমে দিল্লিতে কিছুক্ষণের জন্য থামবে। তার পর ছ’ঘণ্টার পথ পাড়ি দিয়ে পৌঁছবে উহানে।
বিমানকর্মীদের সঙ্গে বিমানে যাচ্ছে দু’জন চিকিৎসকও।  বিমান থেকে না নামার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের। প্রত্যেক আসনে জলের পাউচ আর খাবারের প্যাকেট রাখা থাকবে। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের রক্তে করোনার জীবাণু নেই, শুধুমাত্র তাঁদেরই এই বিমানে জায়গা দেওয়ার।