Latest News

6/recent/ticker-posts

Ad Code

মকর সংক্রান্তির পরেও কনকনে ঠাণ্ডা, উষ্ণতার খোঁজে ময়নাগুড়িবাসী


SER-10,ময়নাগুড়ি, ২১ জানুয়ারি: মকর সংক্রান্তির পরেও কনকনে ঠাণ্ডা, একটু আগুনের উষ্ণতার খোঁজে ময়নাগুড়ি শহরবাসী। ফের শীতের 'কামব্যাক' রাজ্যে, এক ধাক্কায় রাজ্যে পারদের পতন। মাসের শেষের হাড়কাপানো শিতের প্রভাবে জলপাইগুড়ি শহর  এবং  ময়নাগুড়ি শহর জুড়ে বেশ কিছু জায়গায় আগুনের উষ্ণতার খোঁজে রয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার জন্য বিপাকে পরেছেন শহরবাসী। ইতিমধ্যে  উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে বলে জানা যায় ।

সারাদিন সূর্যের দেখা না মেলায় চাষিদের মাথায় হাত। ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নম্বর অঞ্চলের কাশীরডাঙ্গা গ্রামের আলু চাষি মানব রায় বলেন, কনকনে ঠান্ডার সাথে মেঘলা আকাশ এবং  সারাদিন সূর্যের দেখা না মেলায় আলুর চাষে ঢোসার আশঙ্কা রয়েছে। যদি আজকে বা কালকের মধ্য সূর্যের দেখা পাওয়া যায় তাহলে হয়তো আলুর গাছে এই ঢোষা নামক রোগে প্রভাব খুবই কম পরবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code