বহুদিন ধরেই ভারতের সমস্ত টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে চলেছে। যার ফলে মোবাইল ফোন ব্যবহার প্রায় দুস্কর হয়ে পরছে সাধারণ মানুষের। তা সত্ত্বেও Jio-এর বাজার সর্বোচ্চ। কারণ রিচার্জ প্ল্যানের দাম সবথেকে কম Jio-এর। এবার সেই পথেই পা বাড়াল Vodafone.
পুরনো প্রিপেড প্ল্যানের বদলে নতুন প্রিপেড প্ল্যান আনল ভোডাফোন। জেনে নিন নতুন প্রিপেড প্ল্যান- ৬৪৯ টাকার বদলে ৩৯৯ এবং ৪৯৯ টাকার দুটি নতুন এবং আকর্ষণীয় প্ল্যান আনল ভোডাফোন টেলিকম সংস্থা।
৩৯৯ টাকার প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ১০০ এসএম এস এবং ৪০ জিবি ডেটা। ৪৯৯ টাকার প্ল্যানে থাকছে ৭৫ জিবি ডেটা এবং ১০০ এসএমএস ও আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা। এতেই শেষ নয়। বাড়তি সুবিধা হিসেবে থাকছে ৩৯৯ টাকার প্ল্যানে zee 5 সাবস্ক্রিপশন এবং ৪৯৯ টাকার প্ল্যানে থাকছে Amazon Prime মেম্বারশিপ
1 মন্তব্যসমূহ
এইসব প্যাকের বৈধতা সম্বন্ধে কিছু জানাচ্ছেনা কেন?
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊