সামাজিক সংগঠন we are the common people এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুব অধিকার পদযাত্রা আয়োজিত হলো শ্যামবাজারে।
সংগঠনের তরফ থেকে কাজের অধিকার কে সংবিধানের মৌলিক অধিকারের স্বীকৃতি এবং কাজ না দিতে পারলে মাসিক ছয় হাজার টাকা বেকার ভাতা প্রদান ,সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার ফর্ম এর দাম এবং সমস্ত রকম ফি প্রত্যাহার ,শিক্ষাকে কর্মসংস্থান মুখী করা সহ আট দফা দাবীতে এই যুব পদযাত্রা আয়োজিত হয়।
সংগঠনের তরফ থেকে সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান উক্ত দাবিগুলির সপক্ষে সংগঠনের তরফ থেকে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা চালানো হচ্ছে।
লোকসভা নির্বাচনের পূর্বে ভারতের সমস্ত রাজনৈতিক দলের কাছে এই দাবী সনদ পাঠানো হয়েছে,এবং আলোচনায় বসা হয়েছে বিভিন্নরাজনৈতিক নেতৃত্বের সাথে। । দাবিগুলির সমর্থনে উপস্থিত ছিলেন পরশ পাথর বাংলা ব্যান্ড এর অয়ন ব্যানার্জী।স্লোগান বিহীন এই মিছিল সমস্ত টাই হয়প্রতিবাদী সংগীতের মাধ্যমে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊