উত্তরের গুণী সুজন শ্যামলী সেনগুপ্ত 
শুভাশিস দাশ 


উত্তরের সাহিত্য অঙ্গনের এক উজ্জ্বল মুখ শ্যামলী সেনগুপ্ত । কবিতার নিজস্ব বলয় তিনি গড়ে তুলেছেন তিল তিল করে । তাঁর কবিতা আলাদা করে চিনিয়ে দেয় কবিকে । 


এই মুহুর্তে এই বঙ্গ সাহিত্যের যে সব পত্রিকা প্রকাশিত হয় সেই পত্রিকায় তাঁর লেখা শোভা পায় । 
ছোট বড় মাঝারি এমন কি ওয়েব ম্যাগ এ নিয়মিত প্রকাশিত হয় তাঁর কবিতা । 
শুধু কবিতাই নয় শ্যামলী সেনগুপ্ত একজন ভালো প্রাবন্ধিকও । তাঁর কলমে ছোট গল্প মন্দ নয় । 

তিনি লেখক শিল্পী সংঘের একজন দুরন্ত সৈনিকও । 
প্রকাশিত হয়েছে তাঁর কবিতার বই । 
মিষ্টি ভাষী এবং অত্যন্ত ভালো মনের একজন কবি শ্যামলী সেনগুপ্ত । তাঁর কলম ঝড়ের গতিতে চলুক এই শুভ কামনা আমাদেরও ।