pic source: wikipedia

দিদিকে বলো হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যার মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণ সরাসরি তাদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেন। ২৫০ জনের একটি দল জনগণের অভিযোগ শোনার জন্য নিয়োজিত আছে। কেউ "দিদিকে বলো" কার্যক্রমের ফোন নাম্বারে ফোন করলে তার যোগাযোগের ঠিকানা নোট করা হয় ও নোট করা হয় অভিযোগ। 

প্রকল্পের ওয়েবসাইট মারফতও অভিযোগ জানানো যায়। সাধারণত ৪৮ ঘণ্টার মাঝে অভিযোগকারীকে তার অভিযোগের পর গৃহীত কর্মসূচি জানিয়ে ফোন করা হয়। এই পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধায়নে আছে মুখ্যমন্ত্রীর অভিযোগ সেল। আর বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বহুল প্রচারিত এই উদ্যোগ।

সম্প্রতি  কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে টুইটারে ' একটু ইরিটেট করার চেষ্টা করেছিল' আসানসোল টি এম সি টুইটার একাউন্ট থেকে। তারই প্রতিত্তরে তিনি লিখেছেন- "তোমরা তো নাছোড়বান্দা দেখছি !! এই নাও 👉9137091370 .. বাংলায় ৯১৩৭০৯১৩৭০ .. এই নাম্বারে ফোন করো - এখনই পেয়ে যাবে !! অনেক আদর আর ভালোবাসা তোমাদের"