Latest News

6/recent/ticker-posts

Ad Code

থাবা-অমিতাভ দাস



থাবা
অমিতাভ দাস


বাড়িয়ে রাখা সে হাত দেখে ভেবেছিলাম সিগারেটের সুখটানের মতো ভাগ করে নেবে চেনা অচেনা সমস্ত মূহুর্ত।
ভেবেছিলাম....
রণক্লান্ত এ শরীর থেকে নিমেষে মুছে নেবে সমস্ত ক্ষত।
ভেবেছিলাম....

ভেঙে পড়ার ঠিক আগে দৌড়ে এসে জাপটে ধরে এক বুক আলো দিয়ে যাবে।
কিন্তু যখন ভুল ভাঙল তখন আমি ফালাফালা!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code