তুমুল হই হট্টগোলের মধ্যে গতকাল লোকসভায় পাস হল নাগরিকত্ব সংশোধনী বিল। ২৯৩-৮২ ভোটের ব্যবধানে পাস হয়ে গেল ক্যাব।


এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করেন। বিলটি সংখ্যালঘুদের বিপক্ষে নয় বলে এদিন স্পষ্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-এর বিরুদ্ধে সরব বিরোধী শিবির। এই বিলকে বিজেপির ‘বিভাজনের রাজনীতির’ কৌশল বলে তোপ দেগেছে বিরোধিরা। 


এদিনও শুরু থেকেই কংগ্রেস সহ বিরোধিরা বিলের বিপক্ষে সোচ্চার হয়। লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘প্রশাসন উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদের নিশানা করছে।’ 

আসামের প্রাক্তন সিএম ও কংগ্রেস নেতা লোকসভায় তরুন গোগোই নাগরিকত্ব (সংশোধনী) বিল প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন- এটি আসামের পক্ষে বিপজ্জনক, আমরা পাশের বাংলাদেশের প্রতিবেশী।  এই বিলটি উত্তর-পূর্বের সংস্কৃতি, ঐতিহ্য এবং জনসংখ্যার কাঠামোর উপর বিরূপ প্রভাব ফেলবে।