SER-10,ময়নাগুড়ি,৯ ডিসেম্বর ২০১৯ : আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া খাটোরবাড়ি এলাকায় একটি ৯ফিট লম্বা অজগর উদ্ধার করল ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংস্থা। আজ সোমবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া খাটোরবাড়ি এলাকায় এই অজগরটিকে প্রথম দেখতে পান রেল লাইনের কাজ করা শ্রমিকরা।এরপর অজগরের কথা জানাজানি হতেই সাধারণ মানুষ এসে ভিড় জমতে শুরু হয় ওই স্থানে । লোকালয়ে একাধিক অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমত আতঙ্কিত সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায় এর আগেও এই স্থান থেকে একটি বড়ো অজগর সাপ উদ্ধার হয়েছে। কিন্তু আজ আরও অজগর সাপ উদ্ধার দেখে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে।
এবং বিগত কয়েক মাসে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গা বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে বেশ কয়েকটি অজগর সাপ উদ্ধার হয়েছে।
আজ ফের অজগর দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে । খবর পেয়ে তৎক্ষণাৎ ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংস্থা এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংস্থা থেকে জানা যায় অজগর সাপটি ৯ ফিট দৈর্ঘ্য এবং প্রায় ১৬ থেকে ১৭ কেজি ওজনের। এবং সাপটিকে উদ্ধার করার পর রামশাই বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় । রামশাই বনদপ্তর প্রাথমিক চিকিৎসা করে সাপটিকে রামশাইয়ের জঙ্গলে ছেড়ে দেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊