Latest News

6/recent/ticker-posts

Ad Code

শেষ হলো সংহতি কাপ-২০১৯


দিনহাটা সংহতি মর্নিং ইউনিট এর পরিচালনায় যে ৮ দলীয় নৈশ ফুটবল নকআউট টুর্নামেন্ট “সংহতি কাপ-২০১৯”  এর সূচনা হয়েছিল গতকাল ছিল তার চূড়ান্ত পর্বের ম্যাচ।  

চূড়ান্ত পর্বের ম্যাচে অংশগ্রহন করে বঙ্গাইগাও রয়্যাল ফুটবল ক্লাব এবং শিলিগুড়ি ব্রাদার্স স্পর্টিং ক্লাব। ২-১ এ জয়লাভ করে বঙ্গাইগাও রয়্যাল ফুটবল ক্লাব। 

ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট- সুখের সিং ব্রহ্ম, ম্যান অফ দ্যা ম্যাচ রঞ্জিত ব্রহ্ম। 

২রা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধ‍্যা ৬টা ৩৫ মিনিট থেকে দিনহাটা সংহতি ময়দানে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code