দিনহাটা সংহতি মর্নিং ইউনিট এর পরিচালনায় যে ৮ দলীয় নৈশ ফুটবল নকআউট টুর্নামেন্ট “সংহতি কাপ-২০১৯”  এর সূচনা হয়েছিল গতকাল ছিল তার চূড়ান্ত পর্বের ম্যাচ।  

চূড়ান্ত পর্বের ম্যাচে অংশগ্রহন করে বঙ্গাইগাও রয়্যাল ফুটবল ক্লাব এবং শিলিগুড়ি ব্রাদার্স স্পর্টিং ক্লাব। ২-১ এ জয়লাভ করে বঙ্গাইগাও রয়্যাল ফুটবল ক্লাব। 

ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট- সুখের সিং ব্রহ্ম, ম্যান অফ দ্যা ম্যাচ রঞ্জিত ব্রহ্ম। 

২রা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধ‍্যা ৬টা ৩৫ মিনিট থেকে দিনহাটা সংহতি ময়দানে।