Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেশের বিকৃত মানচিত্র পোস্ট কংগ্রেস সাংসদ শশী থারুরের


নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC-র বিরোধিতায় টুইটারে ভারতের বিকৃত ম্যাপ পোস্ট করে ট্রোলড হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর । 

সমালোচনার মুখে পড়ে পোস্ট ডিলিট করে দেন তিনি তিরুবনন্তপুরমের সাংসদ। “ভারত বাচাঁও” লেখা একটি পোস্টারের ছবি পোস্ট করেন থারুর। সেখানে ভারতের মানচিত্র থেকে উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য ছিল না। 

কোঝিকোড়ে CAA বিরোধী মিছিলের জন্য বানানো হয়েছিল ওই পোস্টারগুলি। সেটারই ছবি টুইটারে শশী থারুর পোস্ট করেন এদিন। সেখানেই বিকৃত মানচিত্রের ছবির জন্য শশী থারুর সমালোচনার মুখে পড়েন। সোশাল মিডিয়ায় তিনি ট্রোলড হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code