আরিফ হোসেন, হরিরহাট, ১৬ই ডিসেম্বর: রবিবার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকা দিনহাটার গিতালদহের হরিরহাটে শুরু হল রাসমেলা। এদিন রাসমেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদ্যক্ষ নুর আলম মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক এবং গিতালদহ ১ ও ২ নং অঞ্চলের প্রধানসহ আরো অনেকে।
প্রাচীন এই রাসমেলা ঘিরে মানুষের মনে বেশ উন্মাদনা দেখা গিয়েছে প্রথমদিনেই। জানা গেছে আগামী ১৫দিন পর্যন্ত এই রাসমেলা চলবে। গিতালদহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনেই বসেছে দোকান-পাঠ, পার্শ্ববর্তী ফাঁকা চাষ জমিতেও দোকান-পাঠ, পুতুল নাচ সহ বেশ মেলা বসেছে।
জানা গেছে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ হতেই প্রতিবছর এ মেলা বসে। গিতালদহ বাজারের পূর্বে হরিরহাট এলাকায় গিতালদহ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পাশেই মন্দির, সেখানেই সাজানো হয়েছে প্রতিমা ও প্রদর্শনী। কমিটির পক্ষ সকলকে মেলায় অংশগ্রহন করার আহ্বান জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊