Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাম-বামের সহাবস্থানে গ্রামপঞ্চায়েত বোর্ড গঠন

SER19:

গত শনিবার দলের নির্দেশ অমান্য করেই পঞ্চায়েত বোর্ড গড়তে সিপিআইএম স্থানীয় নেতৃত্ব হাত মেলালো বিজেপির সাথে। ত্রিপুরার আগরতলার শ্রীনাথপুর গ্রামপঞ্চায়েতে  যৌথ কমিটি গঠন করেছে রাজ্যের শাসকদল বিজেপি ও বিরোধীদল সিপিআইএম। গত পঞ্চায়েত নির্বাচনে শ্রীনাথপুর পঞ্চায়েতে ১৩জনের মধ্যে ৭ জন সিপিআইএম থেকে জয়ী হন। তারই মধ্যে বিজেপির চারজনের সাথে পাঁচ জয়ী সদস্য হাত মিলিয়ে বোর্ড গঠন করেন।প্রধান হন সিপিআইএম এর তাকুম আলী।
এই প্রসঙ্গে ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেছেন, "বিজেপির সাথে হাত মিলিয়ে যারা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছেন, তারা দলীয় নির্দেশ অমান্য করেছেন।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code