পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে নাভিঃশ্বাস উঠেছে মধ্যবিত্তের। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম যখন ১৪০/১৫০ টাকা, 'সুফল বাংলা'র স্টলে সেই পেঁয়াজই মিলছে ৫৯ টাকায়।

আজ ভবানীপুরে যদুবাবুর বাজারে মুখ্যমন্ত্রী নিজে পেয়াজের বাজারদর এবং দাম বৃদ্ধির বিষয়ে খোঁজ নেন। হঠাৎ করেই কি দাম বেড়ে গেল, নাকি ইচ্ছাকৃত ভাবে এই মূল্যবৃদ্ধি? পেঁয়াজে সংক্রান্ত যাবতীয় খোঁজ নিতে আজ দেখাগেল মুখ্যমন্ত্রীকে।  

মুখ্যমন্ত্রী জানান- "আমাদের সরকার সবসময়ই সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।"