SER-10,জলপাইগুড়ি, ১৪ই ডিসেম্বর : আজ সকাল ১১টা নাগাদ জলপাইগুড়ির মোহিত নগরের বাবন পাড়া রোডে আচমকা উল্টে গেল চলন্ত গাড়ি। দির্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা এবং রাস্তায় পরে রয়েছে ছোট ছোট পাথর। বিশেষ করে বর্ষার দিনে অনেক যায়গায় রাস্তা যেন পুকুরে পরিনত হয়। কিন্তু তবুও হেলদোল নেই প্রশাসনের।

জানা যায় নভেম্বর মাসের ২৬ তারিখ  এসজেডিএ আধিকারিক এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। এক মাসের মধ্যে এই রাস্তার কাজ শুরু করা হবে কিন্তু সেই একমাস কবে পুরন হবে তার আশায় রয়েছে ওই এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই রাস্তার কাজ শুরু করা হোক।