file picture
রাজ্যে শেষ হয়েছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষায় উত্তির্ণরাই মাধ্যমিকের বোর্ড কতৃক গৃহীত চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিলাপ করতে পারে। অন্তত এটাই চলে আসছে। তবে মুর্শদাবাদে এবার অন্যচিত্র। মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অনুত্তির্ণদের পাস করিয়ে ফর্মফিলাপ করানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদ জেলার ডি আই। আর সেই নির্দেশের কপি স্যোশাল মিডিয়ায় এখন ভাইরাল। উঠেছে বিতর্কের ঝড়। 

ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য 

শিক্ষকদের একাংশের বক্তব্য- কোন জেলার ডি.আই কোনোভাবে এই নির্দেশ দিতে পারেন না কোনো বিদ্যালয়েকে। এটি বিদ্যালয়ের স্বাধিকারের উপর হস্তক্ষেপ। বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এটাই নিয়ম।

এক শিক্ষক জানিয়েছেন- "তীব্র প্রতিবাদ জানাই ডিআই-এর এই নির্দেশকে। এর ফলে প্রাক মাধ্যমিক পর্বে টেস্ট পরীক্ষার কোন গুরুত্বই আর রইল না।" একই সাথে তিনি "অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।"