আরিফ হোসেন, গিতালদহ, ১৪ই ডিসেম্বর: সারা রাজ্যজুড়ে দিকে দিকে ক্যাবের বিরুদ্ধে চলছে মিছিল, অবরোধ। এদিন সীমান্তবর্তী এলাকা দিনহাটার গিতালদহে এন আর সি ও ক্যাবের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলে সামিল হয়েছে গিতালদহের আপামর জনগন। পোড়ানো হয় একটি কুশপুতুল এবং স্লোগান ওঠে নো এন আর সি নো ক্যাব।
এদিনের এই মিছিল পুরো গিতালদহ বাজার পরিক্রমা করে। শত-শত মানুষ সমর্থন জানিয়ে মিছিলে যোগ দেন। এলাকার শিক্ষক ও বুদ্ধিজীবিদের নেতৃত্বে এদিনের এই প্রতিবাদী মিছিল সম্পন্ন হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অংশগ্রহনকারী এক আন্দোলনকারী জানান, "এলাকার বিশিষ্টজনেদের উদ্যোগে এই অসংবিধানিক আইনের বিরুদ্ধে আজ আমরা পথে নেমেছি। ভারতের প্রতিটি নাগরিককে আবেদন আপনাদের এলাকায় যেখানে যে সংগঠন গড়ে উঠেছে তাদের আন্দোলনে সামিল হয়ে ক্যাব আইনকে ধ্বংস করার জন্য গর্জে উঠুন।"
এরপরেও কোনো সুরাহা না হলে বড়োসড়ো আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দেন। ধীরে ধীরে ক্যাবের বিরুদ্ধে কোচবিহার জেলা সহ রাজ্যের বিভিন্নপ্রান্তে ক্যাবের বিরুদ্ধে যে আকার ধারন করছে তা ভবিষ্যৎ এ আরো বাড়বে বলে আশাবাদী মানুষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊