CAA-র সমর্থনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতার রাজপথে পাল্টা মিছিল করবে বিজেপি। আগামী ২৩ শে ডিসেম্বর কলকাতায় মহামিছিল করবে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, রাজ্যের দুই প্রান্তে উত্তর ও দক্ষিণবঙ্গে CAA-র সমর্থনে পথে নামবে বিজেপি।
এরই প্রাক প্রস্তুতুতিতে হলদিবারি, দিনহাটা প্রভৃতি অঞ্চলে বিজেপির কর্মি সমর্থকরা স্বাগত মিছিল করেছেন।
আজ কিশামত দশগ্রাম অঞ্চলে ZP26 মন্ডলের সভাপতি মৃদুল ঈশরের নেতৃত্বে নতুন নাগরিকত্ব আইনের সাফল্যে মিছিল বের করে।
সভাপতি মৃদুল ঈশর জানান-" নতুন এই আইনে দেশের মানুষ উপকৃত হবে। তৃণমূল যে গুজব ছড়াচ্ছে আজকের এই মিছিল তার তীব্র বিরোধিতা করছে।"
এরই প্রাক প্রস্তুতুতিতে হলদিবারি, দিনহাটা প্রভৃতি অঞ্চলে বিজেপির কর্মি সমর্থকরা স্বাগত মিছিল করেছেন।
আজ কিশামত দশগ্রাম অঞ্চলে ZP26 মন্ডলের সভাপতি মৃদুল ঈশরের নেতৃত্বে নতুন নাগরিকত্ব আইনের সাফল্যে মিছিল বের করে।
সভাপতি মৃদুল ঈশর জানান-" নতুন এই আইনে দেশের মানুষ উপকৃত হবে। তৃণমূল যে গুজব ছড়াচ্ছে আজকের এই মিছিল তার তীব্র বিরোধিতা করছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊