গ্রামেই কারুশিল্পীদের বাজার তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘কর্মতীর্থ’৷ যেখানে ক্রেতারা সরাসরি শিল্পীদের থেকে পছন্দের শিল্পসামগ্রী সওদা করবেন৷  শুধু ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর নয় , কাজে গতি আনতে পূর্ত দপ্তরকেও দায়িত্ব দেওয়া হয়েছিল৷


আজ এই প্রকল্পকে রূপ দিতে এগিয়ে এলো কোচবিহার জেলা।  কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের বড় শাকদলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা শ্রী পবন কাদিয়ান, দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ, দিনহাটা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি  বীরেন্দ্র চন্দ্র বর্মন, দিনহাটা ২ নং ব্লক উন্নয়ন আধিকারিক জয়ন্ত দত্ত , কোচবিহার জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুচিস্মিতা দেবশর্মা, বড়শাকদল গ্রামপঞ্চায়েত প্রধান শ্রী তাপস দাস প্রমূখ।

শ্রী পবন কাদিয়ান জানান- 'আজকে ৪০ জনকে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করে ঘর দেওয়া হল। কর্মতীর্থ প্রকল্পে মোট ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় হয়।'