Latest News

6/recent/ticker-posts

Ad Code

রামশাইয়ের সংলগ্ন এলাকায় গণ্ডারের তান্ডব


SER-10,ময়নাগুড়ি, ১০ ডিসেম্বর ২০১৯ : আজ মঙ্গলবার সকাল ৬টা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাইয়ের সংলগ্ন এলাকায় গণ্ডারের তান্ডবে মৃত্যু হয় একটি গরুর। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রামশাইয়ের পাশ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে রামশাইয়ের লোকালয়ে বেড়িয়ে আসে একটি গণ্ডার। গণ্ডারের হানায় একটি গরুর মৃত্যু হয়। 

লোকালয়ে গণ্ডার দেখে আতঙ্কিত গোটা রামশাই   গ্রাম ও পাশ্ববর্তী এলাকার সাধারণ মানুষ। গণ্ডার দেখে খবর দেওয়া হয় রামশাই মোবাইল স্কয়াট বনকর্মীদের। 

খবর পেয়ে রামশাই মোবাইল স্কয়াট বনকর্মীরা ছুটে আছে ওই স্থানে। রামশাই মোবাইল স্কয়াট বনকর্মীরা এবং সাধারণ মানুষের তৎপরতায় গণ্ডারটিকে পুনরায় গরুমারা জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code