pic source: thesentinel 

"প্রতিশোধ নিয়ে কখনও ন্যায়বিচার দেওয়া যায় না।" শনিবার রাজস্থানের যোধপুর রাজস্থান হাইকোর্টের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে । 

শুক্রবার ভোরে হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনে চারজন অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করে হায়দরাবাদ পুলিশ। নিজের বক্তব্যে স্পষ্টতই এই বিষয়টিই উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। 

প্রধান বিচারপতি বলেন, "প্রতিশোধ নেওয়ার জন্য বিচার করা উচিত নয়। আমি বিশ্বাস করি বিচারের লক্ষ্য যদি প্রতিশোধ নেওয়া হয় তাহলে সে তার চরিত্রটাই হারিয়ে ফেলে। তড়িঘড়ি কোনও বিচার করা যায় না।"

প্রধান বিচারপতি বোবদে বলেন, ""দেশের সাম্প্রতিক ঘটনাগুলি নতুন করে পুরোনো বিতর্ক উজ্জীবিত করেছে। সন্দেহ নেই যে ফৌজদারি বিচার ব্যবস্থায় শিথিলতা ও বিচার ব্যবস্থার সংস্কারের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। আমি মনে করি না ন্যায়বিচার কখনই তাৎক্ষণিক হওয়া উচিত।"