আরিফ হোসেন, ৮ই ডিসেম্বরঃ  ভারত সরকারের স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারী লেভেলে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্টাল অ্যাসিট্যান্ট, ডাটা এন্ট্রি অপেরেটর সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন। ৩রা ডিসেম্বর ২০১৯ থেকে আবেদন শুরু হয়েছে। 


আবেদনের শেষ তারিখ – ১০ই জানুয়ারী, ২০২০ 
ফি জমা করার শেষ তারিখ – ১২ই জানুয়ারী, ২০২০
আবেদন ফি- ১০০ টাকা ( মহিলা, এস সি, এস টি ও শারিরীক অক্ষম প্রার্থীদের কোনো ফি লাগবে না। ) 
বয়সের সীমা – ০১/০১/২০২০ অনুসারে ১৮বছর থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ছাড় রয়েছে। 

বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন নীচের লিঙ্কে- https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_03122019.pdf
আবেদন করতে ক্লিক করুন নীচের লিঙ্কে-  https://ssc.nic.in/Portal/Apply