আরিফ হোসেন, ৭ডিসেম্বর'১৯ কুচবিহার: দেশের বিভিন্ন প্রান্তে একে একে নারী নির্যাতন, ধর্ষন, হত্যার খবর, চিন্তিত মানুষ। কাঠুয়া , উন্নাও, হায়দ্রাবাদ ,মালদা - আরো কত নৃশংস অত্যাচার!!! দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে ধর্ষন - আর তার প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়া ডি এস ও।
এদিন কোচবিহার শহরে অল ইন্ডিয়া ডি এস ও এর পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল সংগঠিত হয়। মিছিল এ নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি স্বপন বর্মন । এছাড়াও কোচবিহারের দুটি গুরুত্বপূর্ন জায়গায় হরিশপাল চৌপথি ও দাস ব্রাদার্স মোড়ে সভা করে ডি এস ও। হরিশ পাল চৌপথি তে সভায় বক্তব্য রাখেন এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আসিফ আলম ও বৈশাখী নন্দী।
দাস ব্রাদার্স মোড়ে বক্তব্য রাখেন এআইডিএসও জেলা সহ-সভাপতি কঙ্কা মিত্রসহ আরও অনেকে । এআইডিএসও জেলা সভাপতি স্বপন বর্মন পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণেই যে ভাবে নারীধর্ষণ ও ছাত্রী ধর্ষণ বাড়ছে তা রুখতে সরকার কে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার থাব তোলেন । সেইসাথে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য আওয়াজ তোলেন।
অবিলম্বে মদ মাদকদ্রব্য নিষিদ্ধ ও অশ্লীল প্রচার বন্ধ করার দাবিও ধিক্কার মিছিলের স্লোগানে ও সভায় ডিএসও নেতৃত্ব বারবার উত্থাপিত করেন। এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন একঝাঁক ডি এস ও সদস্য। কোচবিহার জেলা কমিটির সদস্য সাহিন আলম ও আসিফ আলম বলেন, সারা দেশে একের পর এক ধর্ষন হয়ে চলছে।
ন্যায় বিচারের আশায় ধর্ষিতার পরিবার ঘুরলেও মিলছে না ন্যায় বিচার। প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করলে খুশি হবে সকলেই। কোচবিহার নয় সারা রাজ্যে এর প্রতিবাদের ঝড় উঠুক, জেগে উঠুক মানুষ । ন্যায় বিচার পাক মানুষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊