প্রতীকী ছবি- source: google


স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিতে রোগীদের পরিবারকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ। এবার সেই সমাধান নিয়ে হাজির হয়েছে বেশ কিছু হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ল্যাব টেস্টের রিপোর্ট এবার অনলাইনে দেওয়া উদ্যোগ গ্রহণ করেছে। কম্পিউটারাইজড এই পদ্ধতি বর্তমানে চালু করা হয়েছে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ রোগীদের জন্য এবং এই মুহূর্তে এই হাসপাতালগুলিতে যে সব রোগী ভর্তি রয়েছেন তাঁদের জন্য। প্রাথমিক স্তরে এই প্রকল্পটি সফল হলে স্বাস্থ্য দপ্তর পরিকল্পনা করেছেন অন্য সরকারি হাসপাতালেও এই পরিষেবা শুরু করে দেবে।


স্বাস্থ দপ্তর থেকে জানা গিয়েছে, অনলাইনে রোগীর টেস্ট রিপোর্টগুলি দেখতে পারবেন রোগীর পরিবার। তবে যদি কারোর স্মার্ট ফোন না থাকে সেক্ষেত্রে বেশ কিছু হাসপাতাল বিশেষ কিয়স্কের ব্যবস্থা করেছে, যেখান থেকে রিপোর্ট সংগ্রহ করা যাবে।স্মার্ট ফোনে খুলতে হবে http://onlinehmis.wbhealth.gov.in। এই সাইটে গিয়ে '‌অনলাইন টেস্ট রিপোর্ট’‌ বিভাগে ক্লিক করে রোগীর বিবরণ যেমন নাম, রেজিস্ট্রেশন নম্বর, বয়স ও লিঙ্গ জানাতে হবে।


কী ভাবে অনলাইনে ওপিডি টিকিট কাটতে হবে : --

১. রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটেই (www.wbhealth.gov.in) রয়েছে সে ব্যবস্থা ।

২. ওই পাের্টালের বাঁ দিকে ই-গভর্ন্যান্স কলামে রয়েছে ‘ওপিডি টিকিট বুকিং - এর বাটন। সেখানে ক্লিক করলে যে উইন্ডাে খুলবে, সেখানে নিজের মােবাইল নম্বর রেজিস্টার করে এবং একটি ফর্ম পূরণ করে কাটা যাবে নির্দিষ্ট বিভাগের প্রয়ােজনীয়  তারিখের আউটডাের টিকিট।

৩. সাধারণ আউটডাের টিকিট কাটতে দুটাকা লাগলেও অনলাইনে কোনও টাকা লাগবে না ।

৪ যে দিন ডাক্তার দেখানাের কথা, তার সাত দিন আগে থেকে ওই দিন বেলা ১১ টা পর্যন্ত টিকিট কাটার ‘অপশন খােলা থাকবে।

৫, অনলাইনে কাটা টিকিটের প্রিন্ট-আউট নিয়ে আউটডাের এর নির্দিষ্ট কাউন্টারে গেলেই বার-কোড স্ক্যান করে ওই টিকিটে স্ট্যাপ দিয়ে দেবেন কর্মীরা, সেটি নিয়ে সরাসরি ডাক্তার দেখানাে যাবে ।