অধিনায়ক পরিবর্তনের পরামর্শ দিলেন নাইটদের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর!
সংবাদ একলব্যঃ IPL ২০১৯ কলকাতা নাইট রাইডার্সদের প্রদর্শন খুব একটা ভালো যায়নি। দলের হয়ে শুধুমাত্র রাসেলই লাগাতার ব্যাটে রান করেছে আর এছাড়া আর কোনো খেলোয়াড়ই ধারাবাহিকভাবে প্রদর্শন করতে পারেননি। দল ২০১৮ সালে দীনেশ কার্তিককে নিজেদের অধিনায়ক করেছিলেন। ২০১৮তে দল প্লে অফে জায়গা পাকা করেছিল।
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার আর কলকাতার নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর কেকেআর ফ্রেঞ্চাইজিকে নিজেদের অধিনায়ক বদলানোর পরামর্শ দিলেন। স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন-
শুভমান গিল গত কিছু সময় ধরে ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। দেওধর ট্রফিতে তাকে অধিনায়ক করা হয়েছিল অন্যদিকে তার আগে দলীপ ট্রফিতেও তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। যদিও তার দল কোনো টুর্নামেন্ট জিততে পারেনি। গিল ২০১৮তে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সহঅধিনায়ক ছিলেন। তিনি পাঞ্জাবের হয়েও অধিনায়কত্ব করেছেন। এই কারণে গৌতম গম্ভীর কেকেআরকে এই ২০ বছরের তরুন খেলোয়াড়কে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন।
গৌতম গম্ভীর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে সফল অধিনায়ক। তার অধিনায়কত্বেই এই দল আইপিএল ২০১২ আর ২০১৪ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৭সালে গম্ভীর শেষবার দলের অধিনায়কত্ব করেছিলেন। তার সরার পরই দীনেশ কার্তিককে কেকেআরের অধিনায়কত্ব দেওয়া হয়। এর আগে কার্তিকের আইপিএলে অধিনায়কত্বের কোনো অভিজ্ঞতা ছিল না। এখন দেখার মতো বিষয় হবে যে কেকেআর ম্যানেজমেন্ট নিজেদের সবচেয়ে সফল অধিনায়কের পরামর্শ মানেন কি না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊