কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে নাবার্ডের সহযোগীতায় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও সমবায় সমিতিগুলির উদ্যোগে ১০ থেকে ১৩ ই ডিসেম্বর ২০১৯ এই মেলা চলবে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে।


মেলার উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী শ্রী উজ্বল বিশ্বাস মহাশয়, মঞ্চে উপস্থিত ছিলেন, শ্রী গৌরী শংকর দত্ত, শ্রী বিমলেন্দু সিংহ রায়, শ্রী শিবনাথ চৌধুরী, শ্রীমতী রিক্তা কুন্ডু মহাশয়া সকলের সানন্দ এই মেলা আজ প্রাণপায়।

অনেক সয়ম্ভরগোষ্ঠী তাদের পসরা সাজিয়ে বসেছে এই মেলায়। হস্তশিল্পজাত দ্রব্য, প্রসাধনী দ্রব্য, বস্ত্রজাত দ্রব্য, আসবাব পত্র  কুচুরিপানা থেকে তৈরী বিভিন্ন জিনিস সবই পাওয়া যাবে এই মেলায়। চারদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা, আরও নানারকম মনোজ্ঞ অনুষ্ঠান। শহরে এই মেলা বেশ আকর্ষনীয় হয়ে উঠেছে শহরবাসীর কাছে।