ট্রাফিক পুলিশ নয় বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশের মূর্তি! কিন্তু কেন? বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার অফ পুলিশ সংবাদ সংস্থা কে জানিয়েছে- " এই পরিকল্পনার পজিটিভ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। পথ চলতি মানুষ এই মূর্তির সাথে সেলফিও নিচ্ছে। এই মূর্তি ট্রাফিক আইন ভঙ্গ কারীদের সচেতন করার উদ্দেশ্যেই তৈরি।"
ইতিমধ্যে সামাজিক মাধ্যমগুলিতেও প্রশংসা কুড়িয়েছে এই উদ্যোগ।
This is indeed an innovative idea, appreciate @blrcitytraffic pic.twitter.com/pUXCWPOCfn— Junglee Billi (@Jangleebilli) December 10, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊