১৬ই ডিসেম্বর: ক‍্যাববিল আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া দেশজুড়ে তৈরি হয়েছে উত্তাল পরিস্থিতি। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে । এদিকে রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় সারা রাজ‍্যে শান্তি-শৃঙ্খলার বার্তা দিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন। 

এদিন কোচবিহারের দিনহাটায় জেলার উচ্চপদস্থ নেতৃবৃন্দের নেতৃত্বে বিকাল ৫টা ৩০মিনিট নাগাদ এক বিশাল মিছিল সারা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, যুব নেতৃত্ব সাবির সাহা চৌধুরী, দিনহাটা ২ নং ব্লকের কনভেনার বিষ্ণু কুমার সরকার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নুর আলম ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় সহ আরো অনেকে। পঞ্চায়েত স্তরের নেতাদেরও দেখা যায় এদিনের মিছিলে। 
দূরদুরান্তের হাজার হাজার মানুষ এদিনে ক‍্যাব আইনের বিরুদ্ধে পথে নেমে মশাল মিছিল করেন।