pic source:news time

নয়া নাগরিকত্ব আইন প্রয়োগের স্থাগিতাদেশের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর সঙ্গে কেন্দ্রকে নোটিস দিয়ে জানুয়ারিতে শুনানি হবে বলে জানায় প্রধান বিচারপতি এসএ বোবডে নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দায়ের করা প্রায় 59 টি আবেদন বুধবার সুপ্রিমকোর্টে ওঠে। পিটিশনগুলিতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী নাগরিকত্বে অনুমোদন পাওয়ার ভিত্তি কখনওই ধর্ম হতে পারে না। আবেদনকারীদের দাবি, সংশোধিত নাগরিকত্ব আইন সংবিধানের মূল ভিত্তির বিরোধী। কারণ এই নয়া আইনে বেআইনি শরণার্থীদেরও ধর্মের ভিত্তিতে নাগরিক হিসেবে মেনে নেওয়া হচ্ছে। এতে সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে।

এদিন প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাগুলির শুনানি হয়। এই আইনের উপর স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয় আদালত।