Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAA এর বিরুদ্ধে বাম ছাত্র-যুব সংগঠনের ডাকে মশাল মিছিল




১৯ ডিসেম্বর দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ (CAA)-এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে বামফ্রন্ট।  ওইদিন সমস্ত বাম গণ সংগঠনগুলিকে সংঘবদ্ধভাবে রাস্তায় নামার নির্দেশ দিয়েছে দলীয় নেতৃত্ব। আর গতকাল সন্ধ্যায় ১২টি বাম ছাত্র-যুব সংগঠনের ডাকে ধর্মতলা থেকে মৌলালী মোড় পর্যন্ত মশাল মিছিল করা হয়।

সদ্য পাশ হওয়া নাগরিকত্ব বিল দেশের গণতান্ত্রিক চরিত্র বদলে দিচ্ছে বলে অভিযোগ বাম ছাত্র-যুব সংগঠনের। এই বিল শুধু ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করছে না, এই বিল রীতিমত অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন তাঁরা।

তাঁদের আরও অভিযোগ, এই বিল পাশ করে সারা দেশে এনআরসি করতে চাইছে মোদি-শাহের সরকার। আর এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেবে। তাদের মতে, এই পদক্ষেপ আদতে আরএসএসের লক্ষ্য মেনে হিন্দুরাষ্ট্র তৈরি করার নামান্তর মাত্র।

এদিনের মশাল মিছিলে উপস্থিত ছিলেন- বাম ছাত্র-যুব সংগঠন DYFI এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জী,  সম্পাদক সায়নদীপ মিত্র, সর্বভারতীয় সম্পাদক অভয় মুখার্জী সহ আরও অনেকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code