বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়াল কোচবিহারে। রবিবার জেলা কার্যালয়ে দলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সূত্রের খবর দ্বিতীয় বারের জন্য কোচবিহার বিজেপির জেলা সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর রবিবার বিজেপি সভানেত্রীর বিরোধী গোষ্ঠী বিক্ষোভ দেখানোর জন্য মিছিল করে জেলা কার্যালয়ের দিকে আসতে থাকলে বিজেপির সভানেত্রীর সমর্থকরা ধাওয়া করে।

খবর সংগ্রহ করতে গিয়ে বিজেপির কর্মীর হাতে এক সাংবাদিক আক্রান্ত হন বলে অভিযোগ। তাকে বিজেপির কর্মী-সমর্থকেরা মারধর করে এবং মোবাইল কেড়ে নেয় বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ।