রাজ্যে যেসমস্ত অব্যবহৃত বিমান ক্ষেত্রগুলি রয়েছে সেগুলির সংস্কার করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বলেন, যাতে এই অব্যবহৃত বিমান ক্ষেত্রগুলিকে হালকা বিমান চালনার জন্য উপযুক্ত করা যায় তার জন্যই পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী আরও জানান, সমস্ত জেলা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ২৭ টি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট বার্তায় বলেন, “আজ, (শনিবার) আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস । বাংলায় আমাদের সরকার বালুরঘাট, মালদা, কোচবিহার প্রভৃতি ছোট অব্যবহৃত বিমান ক্ষেত্রগুলিতে নতুন করে বিমান পরিষেবা পরিচালনার জন্য সংস্কারের উদ্যোগ নিয়েছে।”
Helicopter services between Kolkata and Gangasagar, Digha, Malda and Balurghat have been introduced. 27 helipads have been constructed at all district headquarters and other important locations 2/2— Mamata Banerjee (@MamataOfficial) December 7, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊