চলতি বছরে জুলাইমাসে সংবাদ একলব্যর খবরের জেড়ে বালিকা বন্দরের একমাত্র বন্ধ থাকা ATM  পুনরায় চালু হয়। কিন্তু ১ লাখ ৫০ হাজার ৩২৮ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ বন্টন কোম্পানির সাহেবগঞ্জ শাখা নভেম্বরের ২৭ তারিখ ATM  টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

যার জেরে অসুবিধার সম্মুখীন প্রচুর গ্রাহক। এই ATM এর উপর নির্ভরশীল সাহেবগঞ্জ, বামনহাট, চৌধুরীহাট অঞ্চলের প্রচুর মানুষ, বিশেষ করে ব্যবসায়ী ও চাকুরীজীবী শ্রেণীর গ্রাহক।

যদিও ATM কতৃপক্ষ এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। এ ব্যাপারে বালিকা বন্দর SBI শাখায় Branch Manager এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনি।

স্থানীয় বাসিন্দা মিঠুন রায় ক্ষোভ প্রকাশ করে জানান-- "দীর্ঘদিন ধরেই ATM এর পরিসেবা খুবই জঘন্য। বেশিরভাগ সময়িই লিঙ্ক থাকে না। তার  উপর বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ATM এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় আরও অসুবিধার সম্মুখিন হলাম "

বিস্তারিত ভিডিওতে-