Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেতুর রেলিং ভেঙে তিস্তা নদীতে মালবাহী ট্রাক , আহত ২



SER-10,শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর:  সোমবার গাজলডোবায় ব্যারেজে সেতুর রেলিং ভেঙে তিস্তা নদীতে পড়ে গেল ট্রাক।  চালক সহ গুরুতর জখম ২ ।

জানা গিয়েছে, একটি শক্তিমান ট্রাক ওদলাবাড়ির দিক থেকে আমবাড়ির দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ব্যারেজের সেতুর রেলিংএ প্রচণ্ড গতিবেগে ধাক্কা মারে।জোরে রেলিংএ ধাক্কা মারার ফলে ব্রিজের রেলিং ভেঙে তিস্তা নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌছায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা য়ায়, চালকের নাম নয়ন বিশ্বাস ও সহকারী চালকের নাম পীযূষ বিশ্বাস। গুরুতর আহত হয় দুজনই। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code