আরিফ হোসেন: ২২ ডিসেম্বর জাতীয় গণিত দিবস। গণিত বিষয়ে ভারতের অবদান অনস্বীকার্য। শূন‍্য (০) আবিস্কার করেন ভারতীয় আর্যভট্ট। এছাড়াও, রামানুজনসহ বেশ কিছু ভারতীয়র অবদান রয়েছে গণিতে। 
গনিতবিদ রামানুজন ২২ ডিসেম্বর ১৮৮৭ সালে জন্মগ্রহন করেন। মাত্র ৩২ বছর বয়সে  ১৯২০ সালের ২৬শে এপ্রিল তিনি পরলোক গমন করেন। তাঁর স্বল্প জীবনকালে, রামানুজন স্বাধীনভাবে প্রায় 3,900 ফলাফল (বিশেষত সমীকরণ) সংকলন করেছিলেন । তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বি এস সি ডিগ্রি লাভ করেন। তিনি ফেলো অফ দ‍্যা রয়‍্যাল সোশাইটি পুরষ্কার লাভ করেছেন। 

 ২০১২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৬শে ফেব্রুয়ারী মাদ্রাজ বিশ্ববিদ‍্যালয়ে ভারতীয় গণিত প্রতিভা শ্রীনীবাস রামানুজনের ১২৫ তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এইদিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে পালন করার কথা ঘোষনা করেন। ঐ বছরটিকে জাতীয় গণিত বছর হিসেবে পালিত হবে বলে ঘোষনা করেন তিনি। সেই থেকে, প্রতি ২২ ডিসেম্বর ভারতের জাতীয় গণিত দিবসটি পালিত হয় সারা দেশে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অসংখ্য শিক্ষামূলক অনুষ্ঠানের সাথে সাথে।