SER19
দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবে দুপুর ১টায় লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন ড: স্বপন কুমার মন্ডল, বঙ্গরত্ন প্রাপক ড: আনন্দগোপাল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জয়দীপ সরকার, অধ্যাপক, বি টি ইভনিং কলেজ; রামচন্দ্র সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক, দিনহাটা উচ্চ বিদ্যালয়;বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত;ডা: উজ্জ্বল আচার্য, সুনীল সাহা,সম্পাদক, উত্তরবঙ্গ ক্ষুদ্র পত্র পত্রিকা কেন্দ্রীয় কমিটি; গোকুল সরকার, কার্যকরী সভাপতি, অভ্যর্থনা কমিটি; আজিজুল হক, স্থানীয় কমিটির সম্পাদক।

মেলায় ২০টি স্টলের অবস্থান লক্ষণীয় এবং প্রায় ৩০টির মত পত্র-পত্রিকা এই স্টলগুলোতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আহ্বায়ক কমিটি একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় 'লিটল ম্যাগাজিনের দায়বদ্ধতা' নিয়ে বক্তারা তাদের মত ব্যক্ত করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে আজিজুল হক মহাশয় জনান, "বর্তমান অস্থির অবস্থা এবং প্রবল শৈত্য প্রবাহের কারণে অনেকেই মেলায় অংশগ্রহণ করতে পারে নি। বাংলাদেশের কিছু পত্রিকা গোষ্ঠী সীমান্ত থেকে ফিরে যান নাগরিকত্ব আইনের জেরে উদ্ভুত অস্থিরতার কারনে।"