নন্দনচত্বরে শুরু হলো পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব। রাজ্য চারুকলা পর্ষদ তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের যৌথউদ্যোগে ২৪শে নভেম্বর ২০১৯ রবীন্দ্রসদনে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। গগনেন্দ্র প্রদর্শনশালা, আকাদেমী ও নন্দনচত্বরজুড়ে মেলায় প্রদর্শনী ও বিভিন্ন জেলা থেকে শিল্পীদের শিল্পকর্ম স্থান পায়।
বেঙ্গল কনটেম্পোরারী,দ্যা ফ্রেম, দ্যা ফ্রেম কলকাতা,স্পেকট্রাম আর্টিষ্ট সার্কেল,হরাইজন গ্রুপ,দিগন্ত কোচবিহার,কলেজ অফ ভিসুয়্যাল আর্ট,হার্ট আর্ট বীরভুম,ষ্টুডিও২৪৪,বেঙ্গল পেন্টার্স,হরেকরাজার দেশে ডাইভারশান ১৮ আমরা নয়ছয় মোট ৪০ টি শিল্পীদের দল তাদের শিল্পকর্ম নিয়ে এখানে প্রদর্শনী করছে। এখানে প্রদর্শনী মেলা,কর্মশালা,টক শো,তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে আয়োজকদের তরফ থেকে।
বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাদের শিল্পসামগ্রী নিয়ে সৃষ্টির নান্দনিকতায় ভরিয়ে তুলেছে এই পরিবেশকে। তাদের শিল্পকর্ম বেশ আনন্দ দিচ্ছে মেলা দেখতে আসা মানুষকে।
বেঙ্গল কনটেম্পোরারির সদস্য শিল্পী স্বপন দেনরা বলেন এখানে মনোনীত হতে পেরে ও আমাদের কাজকে মানুষের মনে জায়গা করে দিতে পেরে আমরা খুব খুশী।রাজ্য সরকার এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ায় আমরা খুব আনন্দিত। মেলা চলবে ২৪ শে নভেম্বর থেকে ৩ রা ডিসেম্বর প্রতিদিন ২ টো থেকে ৮ টা পর্যন্ত।
Social Plugin