SER-10,ময়নাগুড়ি, ২৭শে নভেম্বর : গতকাল মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের মালবাজার বাসস্ট্যান্ডের জাতীয় সরকের উপর এক যাত্রীবাহী বেসরকারি বাস পিসে দিল অপর বেসরকারি বাসের খালাসিকে। শুধু পিসে দেওয়াই নয়, গাড়ির নিচে আটকে থাকা দেহ নিয়ে ছেছড়ে চলে গেল প্রায় তিন কিমি দুরে । প্রায় সন্ধ্যা নেমে আসছে সমস্ত সরকারি বেসরকারি বাসে যাত্রী প্রায় ভর্তি। এবং ঠিক সেই সময় জয়গাঁ থেকে শিলিগুড়ি গামী এক বেসরকারি বাস স্ট্যান্ড ছেড়ে জাতীয় সড়কে কেবল উঠবে। এবং সেই সময় জলপাইগুড়ি থেকে মালবাজার গামী অপর একটি বেসরকারি বাস মালবাজার বাসস্ট্যান্ডে কেবল মাত্র ঢুকতে যাচ্ছে। হঠাৎ করে জলপাইগুড়ি মালবাজার গামী বাসটি জয়গাঁ,শিলিগুড়ি গামী বাসের খালাসিকে আচমকাই ধাক্কা মারে। তৎক্ষণাৎ শিলিগুড়ি গামী বাসের খালাসি রাস্তায় ছিটকে পড়ে। জলপাইগুড়ি মালবাজার গামী বাসের চালক না বুঝে না শুনে  সোজা শিলিগুড়ি গামী বাসের খালাসির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এবং গাড়ি প্রচণ্ড গতিবেগের কারনে জলপাইগুড়ি মালবাজার গামী বাসটির কোন কিছুতে খালাসির দেহ আটকে যায়। ওই অবস্থায় বাসটিকে প্রায় তিন  কিমি  চালিয়ে নিয়ে যায়। তৎক্ষণাৎ জানাজানি হতেই পিছন থেকে মালবাজার পুলিশ ও স্থানীয় লোকজন বাইক চালিয়ে ধাওয়া করে এবং বাসটিকে আটক করে। তখনও পযর্ন্ত খালাসির দেহ বাসের নিচে আটকে রয়েছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই মাল হাসপাতালের চিকিৎসকেরা খালাসিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা ওভারব্রিজ এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে ধাক্কা মেরে বাসটি দেহ নিয়ে প্রায় তিন কিমি দূরে ওভারব্রিজ পর্যন্ত নিয়ে যায় এবং তখনই পিছন থেকে মাল পুলিশ ও স্থানীয় লোকজন বাইক চালিয়ে ধাওয়া করে এবং বাসটিকে আটক করে।