শঙ্কর পাণ্ডে, বাসন্তী, ২৪ পরগণা( দঃ): বাসন্তী ব্লকের চুনাখালি অঞ্চলের আপার প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।২২ টি স্কুলের (প্রাইমারি,মাদ্রাসা,শিশু শিক্ষা কেন্দ্র)প্রায় সব মিলিয়ে ৬০০ জন ছাত্র ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।সকাল ৮ ঘটিকায় এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানানিক উদ্বোধন হয় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।জাতীয় পতাকা উত্তোলন করেন (দঃ)২৪পরগণা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদস্য মাননীয় নিমাই মালী।উপস্থিত ছিলেন চুনাখালি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নরেশ নস্কর,অরুণ মণ্ডল (সমাজ সেবী),অমৃত সরকার( সমাজ সেবী),এবং ক্রীড়া কমিটির সম্পাদক শিক্ষক স্বপন সরদা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপ্পাদিত্য হাউলি।ক্রীড়া প্রতিযোগিতার শেয়ে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় কর্তিপক্ষ।
Social Plugin