আজকের এই বিশেষ দিনে গুগলের ডুডলে ধরা দিয়েছে "Walking Trees" রূপে। কারণ, শিশুর অন্তরে যে শিশুর পিতা ঘুমিয়ে সে-ই তো আগামী দিনে মহীরূহে পরিণত হয়ে ছায়া দেবে সমাজকে। ধরে রাখবে দেশের শিক্ষা-সংস্কৃতি। 

আজ দেশজুড়ে সমস্ত স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটাতে, তাদের ভবিষ্যত সুরক্ষিত করতে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প। প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের সঙ্গে একসঙ্গে ভারতও 'শিশুদিবস' পালন করত ২০ নভেম্বর। ১৯৬৪-তে 'চাচা' নেহরুর মৃত্যুর পর শিশুদের প্রতি তাঁর ভালোবাসাকে সম্মান জানাতে সংসদে দিন বদলে শিশুদিবস নির্ধারিত হয় ১৪ নভেম্বর। জওহরলাল নেহরুর জন্মদিনে।

https://g.co/doodle/t8uff



like our facebook page for more update