উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের ডাকে মালদায় ৭ দফা দাবীতে ডেপুটেশনের প্রস্তুতি চলছে জোরকদমে। সংগঠনের পক্ষ থেকে উৎপল কুমার নন্দী জানিয়েছেন-মূলত ৭ দফা দাবীতে তাদের এই ডেপুটেশন। তিনি বলেছেন, " আমাদের মূল দাবী গুলো হল- 
১/আলাদা উত্তরবঙ্গ রাজ্য চাই 
২/উত্তরবঙ্গের সম্পদ উত্তরবঙ্গে ব্যবহার করতে হবে। 
৩/মালদাতে রেলের ভারী যন্ত্রাংশ কারখানা করতে হবে। 
৪/ গো পাচার, ফেক কারেন্সি, ড্রাগ পাচার, রুকতে সীমান্ত সীল করতে হবে। 
৫/নারী ও শিশু শ্রমীক ও তাদের পরিবারের পাচার বন্ধ করতে উদ্যোগী হতে হবে। 
৬/ উত্তরবঙ্গে AIIMS চাই। 
৭/উত্তরবঙ্গ থেকে ছেড়ে যাওয়া সমস্ত দুরপাল্লার ট্রেনে জেনারেল বগির সংখ্যা বাড়াতে হবে।"

ইতিমধ্যে সংগঠনের পক্ষথেকে বিভিন্ন জেলায় জেলায় ডেপুটেশন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।





like our facebook page for more update